03/13/2025 চেন্নাইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ১৪:১৭
নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার নিউজিল্যান্ড। যারা ইতিমধ্যেই ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে রীতিমতো উড়ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। এদিকে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চেন্নাইয়ে স্পিন বান্ধব উইকেটে অবশ্য বাংলাদেশ খেলছে এক স্পিনার কম নিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দারুণ বোলিং করলেও একাদশে জায়গা হয়নি শেখ মেহেদীর। তার জায়গায় দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে কিউই একাদশে এসেছে একটি পরিবর্তন। চোট কাটিয়ে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন উইল ইয়ং।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
-নট আউট/টিএ