03/15/2025 নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
নট আউট ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ১৮:২২
নট আউট ডেস্কঃ আগের দুই ম্যাচের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও বলার মতো কোন রানই করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের বিদায়ের পর, তামিম-শান্তরাও ধরতে পারেননি দলের হাল। এরপর সাকিব-মুশফিকের জুটিতে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
চেন্নাইয়ে এদিন আগে ব্যাট করে ইনিংসের প্রথম বলেই বাংলাদেশ হারায় ওপেনার লিটন দাসের উইকেট। এরপর তানজিদ তামিম, মেহেদী মিরাজরাও হয়েছেন ব্যর্থ। তাতেই বোর্ডে পঞ্চাশ পার করতে বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দু'জনের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ।
দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই লড়াইয়ে ফিরে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। এরপর সাকিবের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় সাকিব করেন ৪০ রান। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকও যেতে পারেননি খুব একটা। ৬ চার ও ২ ছক্কায় ফিরেন ব্যক্তিগত ৬৬ রান করে। শেষ দিকে রিয়াদের ব্যাটে চড়ে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৪৫ রান। ২টি করে চার ও ছক্কায় রিয়াদ অপরাজিত থাকেন ৪১ রান করে। তাসকিনের ব্যাট থেকে আসে ২ ছক্কায় ১৭ রান। নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন লুকি ফার্গুসন। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন ২ উইকেট করে।
-নট আউট/টিএ