03/14/2025 হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
নট আউট ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ১৪:১৭
নট আউট ডেস্কঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচের আগে দু'দলই অবস্থান করছে এক মেরুতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দু'দলই পেয়েছে শতভাগ জয়। যদিও বিশ্ব মঞ্চে এখনও ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ব্যর্থতার সেই বলয় ভাঙার চ্যালেঞ্জ নিয়েই আহমেদাবাদে নামছে পাকিস্তান। যদিও টস ভাগ্যটা সহায় হয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে এখন ৭ দেখায় কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এশিয়া কাপে সর্বশেষ দেখায়ও বাবর আজমের দলকে হেসেখেলেই উড়িয়ে দেয় রোহিত শর্মার দল। হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের শক্তি বাড়াতে দলে ফিরেছেন ওপেনার শুভমান গিল।
ইশান কিশানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন গিল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই ওপেনার মিস করেছিলেন অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। যদিও গিলকে ছাড়াই এই দুই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
-নট আউট/টিএ