03/13/2025 অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩ ১৪:২২
নট আউট ডেস্কঃ চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দু'দলই দুটি করে ম্যাচ খেলে হেরেছে দুই ম্যাচেই। ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা অজিরা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার হেরে আসর শুরু করা লঙ্কানরা হেরেছে পাকিস্তানের কাছে।
টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে থাকা এই দুই দল এবার মুখোমুখি হচ্ছে একে অপরের। চোটের কারণে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচ গুলোতে লঙ্কানদের নেতৃত্ব দিবেন কুশল মেন্ডিস। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস ভাগ্য সহায় হয়েছে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।
আসরে প্রথম জয় তুলে নিতে লঙ্কানরা একাদশে এনেছে দুইটি পরিবর্তন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে ফিরেছেন চামিকা করুনারত্নে। অন্যদিকে পাথিরানার পরিবর্তে একাদশে ফিরেছেন লাহিরু কুমারা। লঙ্কানরা একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামলেও, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
শ্রীলঙ্কা একাদশ: প্রাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ভেল্লালেগে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।
-নট আউট/টিএ