03/12/2025 হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ১২:৫১
নট আউট ডেস্কঃ চলমান ভারত বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা লঙ্কানরা হেরেছে সবকটিতেই। অবশ্য বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতেও ১৯৯৬ এর চ্যাম্পিয়নদের পেরুতে হয়েছিল বাছাই পর্ব। সবমিলিয়ে ওয়ানডে ফরম্যাটে বেশ নাজুক অবস্থাই লঙ্কানদের।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে তিনশ'র বেশি রান করেও লঙ্কানদের হারতে হয়েছিল কেবল বোলিং ব্যর্থতার জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচেই আবার ব্যাটিং ব্যর্থতায় হেরেছে দলটি। দশ দলের বিশ্বকাপে তাই পয়েন্ট টেবিলের তলানিতেই ঠাঁই হয়েছে শ্রীলঙ্কার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় হারের পর লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেছেন, 'প্রাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা শুরুতে ভালো ব্যাটিং করেছিল। কিন্তু মিডল অর্ডাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। আমরা যদি স্কোরবোর্ডে ২৯০ বা ৩০০ রান রাখতে পারতাম তাহলে এই পিচের জন্য তা যথেষ্ঠ রান হতো। আমরা রানের চাকাটা ঠিকমতো ঘোরাতে পারিনি। অনেক বেশি ডট বল দিয়ে ফেলেছি। '
প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। তবে বোলিং যথারীতিই ব্যর্থতার পরিচয় দিয়েছে বোলাররা। শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার জয়টাও এসেছে তাই ৫ উইকেট ও ৮৮ বল হাতে রেখেই। যদিও এখনই হাল ছাড়তে রাজি নয় লঙ্কান অধিনায়ক। বাকি ম্যাচ গুলোয় ভালো কিছু করে দেখানোর প্রত্যাশাই করছেন তিনি।
কুশল মেন্ডিস আরও বলেছেন, ‘আমরা আগের দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছি। কিন্তু এ ম্যাচে আমরা ভালো করতে পারিনি। আমাদের সামনে এখন ছয়টা ম্যাচ রয়েছে। আশা করছি এসব ম্যাচে আমরা ভালো করতে পারবো। ব্যাটারদের ওপর আমার আস্থা রয়েছে।'
-নট আউট/টিএ