03/13/2025 দুই ওপেনারের ফিফটিতে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
নট আউট ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ১৮:৩৫
নট আউট ডেস্কঃ বেশ কদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডার খুব একটা রান এনে দিতে পারছিল না। বিশেষ করে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে আলোচনা-সমালোচনাটা ছিল ফর্মের তুঙ্গে। যদিও সেসব একপাশে রেখে ভারতের বিপক্ষে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাস উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান এদিন করেছেন এই দু'জন।
দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। যদিও শুরু সেই ছন্দটা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডার। শেষ দিকে রিয়াদের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রানের মাঝারি সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
পুনেতে এদিন ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। আগের সবকটি ম্যাচে ইনিংসের শুরুতে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেলেও এদিন এই দুই ওপেনার ছিলেন ব্যতিক্রম। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা তামিম ভারতীয় বোলারদের বেশ ভালোই ভুগিয়েছেন। তাতেই উদ্বোধনী জুটিতে বাংলাদেশ পায় অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
এরপর এই দু'জন মিলে গড়েন নতুন এক রেকর্ডও। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম ও লিটন। ক্যারিয়ার প্রথম হাফ সেঞ্চুরিটাও এদিন পেয়ে যান তানজিদ তামিম। যদিও এরপর খুব একটা স্থায়ী হয়নি এই ওপেনারের ইনিংস। ৫ চার ও ৩ ছক্কায় কুলদীপের শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ৫১ রানে।
তামিমের বিদায়ের পরই খেই হারায় বাংলাদেশ। দ্রুতই ফিরে যান নাজমুল শান্ত ও মেহেদী মিরাজ। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। কিন্তু তামিমের মতো এই ওপেনারও ইনিংস করতে পারেনি লম্বা। ৭ চারে ফিরেন ব্যক্তিগত ৬৬ রান করে। ৪৪ রানের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশকে আরও খাদে ফেলে তাওহীদ হৃদয়ের টেস্ট মেজাজের ব্যাটিং।
যদিও উইকেটে থিতু হয়েও এই তরুণ তুর্কি ইনিংস করতে পারেনি বড়। ৩৫ বলে ফিরেন ১৬ রান করে। এরপর ১টি করে চার ও ছক্কায় মুশফিক ফিরেন ব্যক্তিগত ৩৮ রান করে। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ পায় ২৫৬ রানের সংগ্রহ। ৩টি করে চার ও ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪৬ রান। ভারতের পক্ষে দুই উইকেট করে শিকার করেন জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ।
-নট আউট/টিএ