03/14/2025 কাঁধের পুরনো চোট ফিরে এসেছে তাসকিনের
নট আউট ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৭:১৯
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগেও কি দারুণ ছন্দেই না ছিলেন টাইগার তারকা পেসার তাসকিন আহমেদ। তাকে ঘিরেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগার সমর্থকরা। কিন্তু বিশ্বকাপ আসতেই যেই স্বপ্ন যেন হাওয়ায় মিলিয়ে গেল। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে প্রত্যাশার ছিঁটেফোঁটাও দেখাতে পারেননি এই পেসার।
এদিকে দলগত পারফরম্যান্সও খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে হেরেছে তিনটিতেই। সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামী ২৪ অক্টোবর হারাতেই হবে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই ম্যাচের আগেই বড় দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে তাসকিন আহমেদ। বিশ্বকাপে কাঁধের পুরনো চোট ফিরে এসেছে তাসকিনের। যার কারণে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন এই পেসার।
কাঁধের পুরনো চোটটা তাসকিনের ফিরে এসেছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই। ওই ম্যাচে মাত্র ৬ ওভার বোলিং করেছিলেন তাসকিন। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও তাসকিন করেছিলেন মাত্র ৬ ওভার। অন্য দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে তাসকিন করেন মোটে আট ওভার। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে ম্যাচে নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি এই পেসার।
এদিকে বিসিবির এক বিশেষ সূত্র জানিয়েছে এখনও চোট সারেনি তাসকিনের। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে এই পেসারকে রাখা হয়েছে মেডিকেল টিমের পর্যবেক্ষণে। তবে, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। যদিও বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
-নট আউট/টিএ