03/14/2025 বিশ্বকাপে টাইগার শিবিরে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী
নট আউট ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৯:৫৬
নট আউট ডেস্ক: বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত৷ আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলে পরের ম্যাচগুলো শুধুই নিয়ম রক্ষার৷ এমন অবস্থাতেও নতুন করে দলে যুক্ত করা হয়েছে এক লেগ স্পিনারকে৷
ওয়াসি সিদ্দিকী নামে যুব বিশ্বকাপ খেলা এই লেগস্পিনারকে নেট বোলার হিসেবে দলে যুক্ত করা হয়েছে৷ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে আগেই জয় করেছিলেন তিনি৷
সামনের পাঁচ ম্যাচে একাধিক লেগস্পিনার এবং চায়নাম্যান বোলারের মুখোমুখি হতে হবে সাকিবদের। এরই প্রস্তুতির জন্য ভারতের চেন্নাইয়ের লেগি ইয়াশ কারাপ্পা অনেক দিন থেকেই বাংলাদেশ দলের সঙ্গী। ওয়াসিও এসে যাওয়ায় লেগস্পিন খেলার প্রস্তুতি জমাট হবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।
-নট আউট/এমআরএস