03/14/2025 পাকিস্তান কি সেমিফাইনালে খেলার যোগ্য?
নট আউট ডেস্ক
২২ অক্টোবর ২০২৩ ১১:৫৮
নট আউট ডেস্কঃ পাকিস্তান কি সেমিফাইনাল খেলার যোগ্য ? টানা দুই ম্যাচ হারের পর এমনই প্রশ্ন তুলেছে দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
বিশ্বকাপ জয়ের মিশনে এসে শুরুটা মন মতই ছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে হারিয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছিল বাবর আজমের দলটি। তবে পরের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে পাকিস্তান।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার পাকিস্তানের সমর্থকদের কাছে ছূড়ে দিয়ছেন। তিনি বলেছেন, ‘এই পাকিস্তান দল কি আসলেই সেমিফাইনালে খেলার যোগ্য? দর্শক হিসাবে আপনারাই বলুন। আমি সত্যিই হতাশ। পাকিস্তান দলের জন্য আমার শুভকামনা। মন থেকেই চাই, তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক।’
ব্যাট হাতে সামান্য সুবিধা পেলেও পাকিস্তান বোলিং ইউনিট রয়েছে দৌঁড়ের উপর। কোন ম্যাচেই পারছে না সুবিধা করতে। এমন অবস্থায় পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত হয়তো সুখকর হবে না।
-নট আউট/এমআরএস