03/14/2025 টপলির বদলি কার্স
নট আউট ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৫
নট আউট ডেস্কঃ বিশ্বকাপে বড় চাপে রয়েছে ইংল্যান্ড। শুরুর চার ম্যাচে জয় পেয়েছে কেবল একটিতে। এবার দলের সেরা পেসার রিস টপলিও ছিটকে গেল দল থেকে। ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া টপলির জায়গায় দলে ডাক পেয়েছে ব্রাইডন কার্স।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে আইসিসি। জানিয়েছেন, এই পরিবর্তনের অনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
টপলির পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।
-নট আউট/এমআরএস