03/13/2025 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন সাকিব, নেই তাসকিন
নট আউট ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩ ২০:৩৩
নট আউট ডেস্ক: সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখার শেষ একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বলা যেতেই পারে আগামীকাল (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে ‘লাইফলাইন’। আফগানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও এরপর টানা তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ধীরে ধীরে তাই সেমির স্বপ্নটাও কমতে শুরু করেছে সাকিবদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তার যেন শেষ নেই টাইগার শিবিরে। ইনজুরির কারণে আগের ম্যাচেই ভারতের বিপক্ষে খেলা হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদের। প্রোটিয়াদের বিপক্ষেও এই দু'জনের খেলা নিয়ে রয়েছে খানিকটা সংশয়। যদিও ম্যাচের আগের দিন অধিনায়ক সাকিব নিজেই নিশ্চিত করেছেন, আফ্রিকার বিপক্ষে মাঠে নামছেন তিনি। তবে, কাঁধের চোটে এই ম্যাচটিও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে, গতকাল যখন অনুশীলন করেছি নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব (বাংলাদেশের অনুশীলন ছিল সাকিবের সংবাদ সম্মেলনের পর)। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ফিট ইনশা আল্লাহ।’
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে খেলা হয়নি সাকিবের। সাকিবকে ছাড়াও বাংলাদেশ খুব একটা লড়াইও করতে পারেনি। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে খেলতে না পারায় খানিকটা আক্ষেপও আছে টাইগার অধিনায়কের। তিনি বলেছেন, ‘নিজে না খেলতে পারাটা আফসোসের বিষয়। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে একটা ম্যাচ মিস করলাম। কোনো খেলোয়াড়ই কোনোভাবে চায় না ম্যাচ মিস করতে, সেখানে মিস করাটা কষ্টকরই ছিল।’
এদিকে নিজেকে নিয়ে সুখবর দিতে পারলেও তাসকিনকে নিয়ে খুব একটা ভালো খবর দিতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে তাসকিনের নৈপুণ্যেই সিরিজ জেতে বাংলাদেশ। তবে বিশ্ব মঞ্চে প্রোটিয়াদের বিপক্ষে এই পেসারের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ নিশ্চিত করেছেন সাকিব নিজেই।
তাসকিনের না থাকা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘তাসকিন আগামীকাল খেলবে না। আশা করি, এর পরের ম্যাচে সে খেলতে পারবে। তার কাঁধে একটু সমস্যা আছে। গত দুই ম্যাচ ধরেই এটা তাকে ভোগাচ্ছে। চিকিৎসক, ফিজিও মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই দুই ম্যাচে সে বিশ্রাম নিলে শেষ চার ম্যাচে খেলতে পারবে। তাসকিন অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাকে টুর্নামেন্টের মাঝখানে হারাতে চাই না। আর আমাদের হাতে তাসকিনের বিকল্পও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াই ভালো, যেন সে শেষ চার ম্যাচ খেলতে পারে।’
-নট আউট/টিএ