03/15/2025 ইংল্যান্ডের পর আফগানদের শিকার পাকিস্তান
নট আউট ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩ ০৭:৪৯
নট আউট ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল আফগানিস্তান। এবার শক্তির বিচারে এগিয়ে থাকা পাকিস্তানকেও হারিয়ে চমক দেখিয়েছে দলটি। চেন্নাইয়ে এদিন ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় আফগানরা।
চেন্নাইয়ে এদিন আগে ব্যাট করে আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
জবাবে আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দু'জনের একশ ছাড়ানো জোটে জয়ের স্বপ্ন দেখে আফগানরা। যদিও হাফ সেঞ্চুরি তুলে দু'জনই এদিন ফিরেন সাজঘরে।
তাদের দেখানো পথে হেটে রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি আফগানদের এনে দেন ঐতিহাসিক জয়। ফলে ৮ উইকেটের হারে টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।
-নট আউট/এমআরএস