03/14/2025 অসুস্থ হাসান আলি, সম্ভাব্য বদলি ওয়াসিম জুনিয়র
নট আউট ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩ ০৯:৪০
নট আউট ডেস্কঃ দ্য গ্রিন ম্যান আর্মিরা এসেছিল বিশ্বকাপ জিততেই। তবে টানা ম্যাচ হারতে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পাকিস্তান। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কপালে চিন্তার ভাজ। কেননা অসুস্থতার কারণে ম্যাচ মিস করতে পারেন হাসান আলি।
হঠাৎই পরশু রাতে রাতে অসুস্থ হয়ে পড়ায় গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি হাসান আলি। যার ফলে শঙ্কা জেগেছে প্রোটিয়াদের বিপক্ষে তার খেলা নিয়েও। তবে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসান সেরে ওঠার পথে। পিসিবির মেডিকেল প্যানেল তাকে উপদেশ দিয়েছেন বিশ্রামে থাকার। বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। এমনটাই মত তাদের।
এশিয়া কাপে নাসিম শাহ’র ইনজুরির পর বিশ্বকাপ দলে সুযোগ হয় হাসান আলির। রান খরচ করলেও নিয়মিত উইকেট পাচ্ছিলেন তিনি।
-নট আউট/এমআরএস