03/15/2025 জুতোয় লুকিয়ে বুমরাহ’র সাফল্য
নট আউট ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩ ১৯:৪৫
নট আউট ডেস্কঃ তিন বিভাগে দারুণ পারফর্ম করে সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত করেছে ভারত। বোলিংয়ে বড় কৃতিত্ব দেওয়া যেতে পারে পেসার জসপ্রিত বুমরাহকে। মানানসই ইকোনমিতে ছয় ম্যাচেই নিয়েছেন ১৪ উইকেট।
বল হাতে কখনও টপ অর্ডার তো কখনও আবার মিডল অর্ডার ধ্বংস করে দিচ্ছেন বুমরাহ। সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে ভালো পরীক্ষা দিতে হয়েছিল এই পেসারের বিপক্ষে। প্রতি ম্যাচেই দূর্দান্ত করায় প্রতিপক্ষের জন্য বড় চিন্তা হয়ে উঠেছেন তিনি।
বুমরাহকে থামাতে তার জুতা চুরি করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম। যদিও কথাটা মজার ছলেই তিনি বলেছেন।
ওয়াসিম আকরাম বলেন, 'সে নতুন বলে ব্যাটারদের জন্য যে লেন্থে বোলিং করে, সেটাই তাদের (ব্যাটারদের) জন্য অনিশ্চয়তা তৈরি করে। বুমরাহকে থামানোর একটাই মাত্র উপায় আছে তার উপর চাপ প্রয়োগ করো এবং তার জুতা চুরি করে নাও।'
নিজের ক্যারিয়ারে নতুন বলে রাজত্ব করেছিলেন ওয়াসিম আকরাম। তবে বুমরাহ তার থেকেও ভালো করছেন বলে মনে করেন তিনি।
ওয়াসিম আকরাম বলেন, 'অধিকাংশ সময়ই, আপনি (ব্যাটাররা) বল মিস করবেন। আমি যখন নতুন বলে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এই ধরনের আউটসুইঙ্গার বল করতাম, মাঝে মাঝে আমিও নিজেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। তবে বুমরাহ অবশ্যই নতুন বলে আমার থেকেও ভালো নিয়ন্ত্রণ করতে পারে।'
-নট আউট/এমআরএস