03/14/2025 সেমির স্বপ্ন বেঁচে আছে পাকিস্তানের
নট আউট ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ১৪:১৮
নট আউট ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে কিছুটা প্রাণ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। টানা ব্যর্থতার পর এই জয় ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পাকিস্তানের জন্য। কেননা এই জয়ে এখনও সেমিফাইনাল খেলার সুযোগ থাকছে বাবর আজমের দলের। এজন্য অবশ্য নিজেদের সাফল্যের পাশাপাশি প্রার্থনা করতে হবে ভারতের সফলতা।
সেরা তিনে যাওয়ার সুযোগ নেই পাকিস্তানের। চার নাম্বার পজিশনের জন্য লড়াই করতে হবে দলটিকে। এজন্য হাতে থাকা দুইটি ম্যাচ জিততে হবে বড় ব্যবধানেই। যে সমীকরণ সামনে রয়েছে পাকিস্তানের।
৭ ম্যাচে পাকিস্তানের জয় ৩টিতে। বাকি দুইটি জিতলে পয়েন্ট দাঁড়াবে ১০। জিতলেই শুধু হবে না। তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে।
পাকিস্তানের মত আফগানিস্তানের জয়ের সংখ্যা তিন। বাকি দুই ম্যাচে দলটি যেন হারে এই দোয়া করতে হবে বাবরদের। এছাড়াও নিউজিল্যান্ডের হারও প্রার্থনাতে রাখতে হবে তাদের।
এখানেই শেষ নয়, বাবরদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে ভারতেরও। ভারত যেন নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে টানা জয় ধরে রাখতে পারে সেটিই এখন বড় চাওয়া।
ক্রিকেটে সামান্য সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে হয়। তবে বাবর আজমদের এখন সেমিফাইনাল খেলতে ভাগ্য মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। এত এত সমীকরণের একটি মিস হলেই বিশ্বকাপ শেষ ১৯৯২ চ্যাম্পিয়নদের।
-নট আউট/এমআরএস