03/13/2025 ৩৩ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলি
নট আউট ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ১৭:০৯
নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলি। চলতি ওয়ানডে বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।
উইলি লিখেছেন, 'আমি কখনোই চাইনি এই দিনটি আসুক। কৈশোর থেকেই চেয়েছিলাম ইংল্যান্ডের হয়ে খেলতে। অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলাম বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেয়ার।'
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন উইলি। ইংল্যান্ডের হয়ে ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলে ১৪৫টি উইকেট নেয়া এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও আছে তার।
দিনকয়েক আগে ক্রিকেটারদের সাথে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি উইলির। ধারণা করা হচ্ছে জাতীয় দলে ভবিষ্যত দেখতে পেরেই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
-নট আউট/এমআরএস