03/13/2025 বোর্ডের বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে
নট আউট ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ১১:৩২
নট আউট ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য বোর্ডকে দায়ী করছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে ‘বাংলাদেশ’ ক্রিকেট সংশ্লিষ্টদের কারণেই ডুবছে মন্তব্য করেছেন তিনি।
ইরফান পাঠান বলেন, ‘আমি সব সময় বলি— বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। এই দলে অবশ্যই তামিম থাকা দরকার ছিল।’
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচের মাত্র ১ টিতে জিতেছে বাংলাদেশ। আর এতেই ২০২৫ সালের আইসিসি ট্রফি খেলতে না পারার এক শঙ্কা কাজ করছে। কেননা পরের দুই ম্যাচই জিততে না পারলে খেলতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।
-নট আউট/এমআরএস