03/13/2025 ছক্কার বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার
নট আউট ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ১২:০৩
নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ৮২টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। আর ৮২ ছয় নিয়ে রীতিমত ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে দলটি।
২০১৯ বিশ্বকাপ- নিজেদের মাটিতে ১১ ম্যাচে ৭৬ ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ব্রেক করেছিল ইংল্যান্ড।
২০১৫ বিশ্বকাপ- অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে রাজত্ব করলেও ছক্কার রাজত্বে অজিদের রেকর্ড ব্রেক করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলটি সেবার মেরেছিল ৬৮টি ছক্কা।
২০০৭ বিশ্বকাপ- এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার দখলে। সবমিলিয়ে ছয় ছিল ৬৭ টি।
এতদিন ছক্কার বিশ্বরেকর্ডে সেরা তিনে ছিল ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এবার সবাইকে কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেটিও আবার মাত্র ৭ ম্যাচেই।
দক্ষিণ আফ্রিকা চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে। প্রোটিয়া ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষেই মেরেছিল ১৯টি ছয়। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ এবং ইংল্যান্ড ম্যাচে ১৩টি ছক্কা মেরেছে।
প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি ১৮টি ছক্কা মেরেছেন কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন ১৭ এবং ডেভিড মিলার ১৪টি ছক্কা মেরেছেন।
-নট আউট/এমআরএস