03/14/2025 ৭ বছর পর ম্যাচ সেরা নাবি
নট আউট ডেস্ক
৪ নভেম্বর ২০২৩ ১০:০৮
নট আউট ডেস্কঃ মোহাম্মদ নাবি এখন পর্যন্ত ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন ছয়বার। সবশেষ ম্যাচে তিনি সেরার ষষ্ঠ পুরস্কার লাভ করেছেন। তবে পঞ্চমবার যখন তিনি ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন সেটা ৭ বছর আগে।
২০১৬ সালে মিরপুরে ম্যাচ সেরা ক্রিকেটার হয়েছিলেন নাবি। মাঝের এই সময়ে তিনি আর নিজেকে সেরা করে তুলতে পারেননি। পারফর্ম করেননি বিষয়টি মোটেও এমন না। তবে সতীর্থদের পারফরম্যান্সের আড়ালেই থাকতো তার পারফর্ম।
বিশ্বকাপে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেওয়া নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। এই ম্যাচেই তিনি সেরা ক্রিকেটার।
নেদারল্যান্ডসকে সবচেয়ে বেশি ভুগিয়েছে চার রান আউট। দারুণ বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নেওয়া নাবিও কম ভোগাননি।
-নট আউট/এমআরএস