03/12/2025 ইংলিশদের বিদেয় করে সেমির পথে অস্ট্রেলিয়া
নট আউট ডেস্ক
৪ নভেম্বর ২০২৩ ২২:৫৭
নট আউট ডেস্কঃ কাগজে কলমে দৌড়ে টিকে থাকলেও কার্যত আগেই সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। অন্য দিকে জিতলেই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল সেমিতে এক পা দিয়ে রাখার। আহমেদাবাদে এমন ম্যাচেই জস বাটলারের ইংল্যান্ডকে হারিয়েছে প্যাট কামিন্সের দলে।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এদিন আগে ব্যাট করে ল্যাবুশেনের ফিফটির সুবাদে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে খানিকটা লড়াই চালালেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি ইংলিশরা। মালান-স্টোকসের ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ২৫৩ রানে থামে জস বাটলারের দল। ফলে, ৩৩ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।