03/13/2025 টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের বাংলাদেশ
নট আউট ডেস্ক
৬ নভেম্বর ২০২৩ ১৪:১০
নট আউট ডেস্কঃ টানা ৬ হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচের অন্তত একটিতে জয় পেতেই হবে বাংলাদেশকে। অন্য দিকে কাগজে কলমে সেমির দৌড়ে টিকে থাকলেও কার্যত বিশ্বকাপ রেস থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কাও। তাই অনেকটা নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামছে এই দুই দল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজকে। একাদশে ফিরেছেন তানজিম সাকিব।
অন্য দিকে শ্রীলঙ্কার একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শন্ত , সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: প্রাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
-নট আউট/টিএ