03/13/2025 আমি কখনো শচীন হতে পারব না: কোহলি
নট আউট ডেস্ক
৬ নভেম্বর ২০২৩ ১৫:০৪
নট আউট ডেস্কঃ সেঞ্চুরি দিয়ে শচীন টেন্ডুলকারকে স্পর্শের অপেক্ষায় ছিলেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন শচীনের সমান সেঞ্চুরি কোহলির। তবে কোহলি জানিয়েছেন জীবনে যাই ঘটুক, শচীনেই সবসময় কোহলির জীবনে হিরো থাকবেন।
ভারতও ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। ম্যাচশেষে রেকর্ড সেঞ্চুরি নিয়ে আবেগ ছুঁয়ে গেছে কোহলিকে, এই পথটা আমার জন্য ভীষণ আবেগের। আমি জানি আমি কোথা থেকে এসেছি, এখন কোথায় আছি। তার (টেন্ডুলকার) কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।
ক্যারিয়ারের শুরু থেকেই টেন্ডুলকারের সঙ্গে তুলনা হচ্ছে কোহলির। ক্যারিয়ার যত এগিয়েছে, সেই তুলনা কমেনি, বরং বেড়েছে। তবে নিজেকে টেন্ডুলকারের মতো মনে করেন না কোহলি— ‘এটা (সেঞ্চুরি) আমার জন্য বিশেষ। এ মুহূর্তে অন্য রকম অনুভূত হচ্ছে। আমার হিরোর রেকর্ড স্পর্শ করা, এটি সত্যিই বিশেষ কিছু। আমি তার ব্যাটিং দেখে বেড়ে উঠেছি। ব্যাটিংয়ের দিক থেকে তিনি নিখুঁত। আমি কখনই তার মতো হতে পারব না। জীবনে যেটাই ঘটুক, তিনি সবসময় আমার হিরো।
-নট আউট/এমআরএস