03/12/2025 ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংস, অবিশ্বাস্য জয় পেল অজিরা
নট আউট ডেস্ক
৭ নভেম্বর ২০২৩ ২২:৫৯
নট আউট ডেস্কঃ মুম্বাইয়ে আফগানিস্তানের দেওয়া ২৯২ রান খুব একটা কঠিন ছিল না অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু আফগান বোলারদের তোপে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া। ক্রিজে তখন স্বীকৃত ব্যাটার বলতে কেবল গ্লেন ম্যাক্সওয়েল। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরবে, এমন লোকের সংখ্যা ছিল নেহাতেই কম। কিন্তু এমন ম্যাচই কিনা অস্ট্রেলিয়া জিতল ৩ উইকেট হাতে রেখে, সেটাও আবার ১৯ বল হাতে রেখেই।
এদিন ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২৯১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। জবাবে দলীয় একশ পার করার আগেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসে অবিশ্বাস্য জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ২০১ রানে।