03/13/2025 ম্যাক্সওয়েলের মত বাংলাদেশি ক্রিকেটারদের আত্মবিশ্বাস চান সুজন
নট আউট ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ০৯:২৩
নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে প্রায় পঞ্চম জয় পেয়েই গেছিল আফগানিস্তান। তবে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত জয় পায় অজিরা। ২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়েছিল দলটির। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং তান্ডব চালান ম্যাক্স। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের মতই বাংলাদেশি ক্রিকেটারদের আত্মবিশ্বাস চান বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘ক্রিকেটে যে সব কিছু সম্ভব সেটা ম্যাক্সওয়েল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয় সেই মোটিভেশন নিয়েই ছেলেদেরকে আবার আগামীতে শুরু করা উচিত যে ম্যাক্সওয়েল ক্যান, আমরাও করতে পারি। শুধু দরকার সঠিক ট্রেনিং, সঠিক ফিটনেস এগুলো গুরুত্বপূর্ণ। স্ট্রেন্থ যে কত গুরুত্বপূর্ণ সেটা কালকের ম্যাচে বোঝা গেছে। কোন ফুটওয়ার্ক ছাড়া এত বড় বড় ছয় মারা।’
ম্যাক্সওয়েলের এমন ইনিংস নিয়ে সুজন বলেন, ‘এটা অবিশ্বাস্য ইনিংস। এটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের না সারা বিশ্বের অনুপ্রেরণা পাওয়ার কথা। কত বছরে একবার এমন হবে সেটা আল্লাহ জানে। দুইশ হয়ত অনেকেই মারবে কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস থেকে, নিজের ইনজুরি নিয়ে। আমি যদি ভুল না করি দলের যখন ১০৫ রান লাগে তার মাঝে ওই ১০১ করল। দুইশ রানের মাঝে কামিন্সের ১২ রান। কিন্তু কামিন্সের ইনিংসটাকেও ছোট করে দেখা যাবে না। সে যেভাবে তাকে গাইড করেছে সেটা দারুণ।’
-নট আউট/এমআরএস