03/14/2025 ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ফিরল বাংলাদেশ দল
নট আউট ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ১২:২২
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ খেলতে যে প্রত্যাশা নিয়ে ভারতে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল, তার ছিঁটেফোঁটাও করে দেখাতে পারেনি সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও খুব একটা ভুল হওয়ার কথা না। নয় ম্যাচের ম্যারাথন টুর্নামেন্ট বাংলাদেশ জয় পেয়েছে সর্বসাকুল্যে দুই ম্যাচে। এমনকি হারতে হয়েছে পুচকে নেদারল্যান্ডসের বিপক্ষে।
গতকালই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যর্থ এক বিশ্বকাপ শেষে আজ (রবিবার) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বহনকারী চাটার্ড ফ্লাইটটি আজ সকালে পৌনে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। ক্রিকেটাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খােলেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফের সদস্যরা।
এদিকে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি নবায়ন না করায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। অন্যদিকে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এছাড়া বাকি বিদেশি কোচরাও ফিরে গেছেন নিজ নিজ দেশে। চলতি মাসের শেষ সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। তার আগেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ বাকিরা ফিরে আসবেন দেশে।
-নট আউট/টিএ