03/12/2025 প্রথমে সাদা বল তুলে রাখবেন স্টার্ক, এরপর লাল বল
নট আউট ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ১২:৫৪
নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের সবশেষ দুই আসরেই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন অজি তারকা পেসার মিচেল স্টার্ক। অনেকের মতেই তাই বিশ্বকাপের বছর মানেই মিচেল স্টার্ক। যদিও এবার এই অজি পেসারের পারফরম্যান্স খানিকটাই ভাটা পড়েছে। বয়স ৩৪ ছুঁই ছুঁই স্টার্ক এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচে স্টার্কের শিকার মাত্র ১০ উইকেট।
অনেকেই তাই দেখে ফেলছেন এই অজি পেসারের শেষটা। যদিও সেটা মানতে নারাজ খোদ স্টার্ক নিজেই। এই বিশ্বকাপেই তাই ওয়ানডে ক্যারিয়ারের শেষ দেখছেন না তিনি। তবে লাল বলকে প্রাধান্য দিয়ে আগেভাগেই সাদা বল থেকে বিরতি নেবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর লম্বা বিরতি দিয়ে সেপ্টেম্বরের ইংল্যান্ড সফরে সাদা বলে খেলবে অজিরা। মাঝের এই সময়টায় অস্ট্রেলিয়া ব্যস্ত থাকবে টেস্ট ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন স্টার্ক। সেখানেই তিনি ওয়ানডে ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা জানান।
স্টার্ক বলেন, ‘আমি এর (বিশ্বকাপ) পরেও খেলা চালিয়ে যেতে চাই, তবে কোনো সন্দেহ নেই যে, পরের বিশ্বকাপে খেলতে পারব না। ওই বিশ্বকাপের জন্য আমার কোনো ভাবনা নেই। চার বছর অনেক দীর্ঘ সময়। আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ স্তর। টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার আগে বাকি সব ছেড়ে দেব। তবে আমার জন্য ওয়ানডে ক্রিকেটের পথ এখানেই (ভারত বিশ্বকাপ) শেষ নয়।’
আগের দুটি বিশ্বকাপে বল হাতে দাপট দেখানো স্টার্ক এই বিশ্বকাপে এখনও নিজের ছায়া হয়ে আছেন। সেটা অবশ্য অকপটেই স্বীকার করে নিয়েছেন স্টার্ক। তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই সেই স্তরে নেই, যা চেয়েছিলাম। অথবা গত দুটি বিশ্বকাপের মতো একই পর্যায়ে নেই, তবে এখন আবার ম্যাচের ফলে প্রভাব বিস্তার করার সুযোগ আছে।’
-নট আউট/টিএ