03/14/2025 সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১১:২৩
নট আউট ডেস্কঃ মাত্র কয়েক ঘন্টা। এরপরই ফাইনাল নিশ্চিত হবে এক দলের। এমন দিনে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচে আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরাইয়া কুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লুকি ফার্গুনসন।
-নট আউট/এমআরএস