03/14/2025 ভারত রাজত্বের সেনাপ্রধান
নট আউট ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১০:০৩
নট আউট ডেস্কঃ এই তো গল্পটা সেদিনের৷ মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা সপাটে মেরেছিল ভারতীয় বোলারদের৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আসরে ভারতকে হারিয়েছিল ১০ উইকেটে৷
মোহাম্মদ শামি সেদিন শুধু রান দিয়েই গেছেন বল হাতে৷ ভারতবাসী তাকে পাকিস্তানি বলে দুয়ো ধ্বনিও দিয়েছিল৷ পুরো দল অবশ্য তাকে সাপোর্ট করেছিল৷ সেসময়ের অধিনায়ক বিরাট কোহলি তাকে বাঁচাতে যা বলেছিল তার সারমর্ম অনেকটা এমন, 'মাঠে নামলে শুধু দেশপ্রেমটাই কাজ করে'৷
আবারও সেইদিন৷ এইতো গত বছরের এশিয়া কাপে৷ স্কোয়াডেই সুযোগ হয়নি শামির৷ সেই আসরেও ভালো করতে পারেনি ভারত৷ এরপর চারিদিকে শুরু হয় শামির নাম৷ তাকে যোগ করা সেবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে৷
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে থেমেছিল ভারত৷ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হেরেছিল ১০ উইকেটে৷ সেদিনও ৩ ওভারে ৩৯ রান দিয়েছিলেন শামি৷
শামি দলে এসেছেন আবার বাদ পড়েছেন৷ গত এশিয়া কাপেও পেয়েছিলেন মাত্র দুইটা উইকেট৷ এরপর ওয়ানডে বিশ্বকাপে যখন নিজের প্রথম ম্যাচ খেললেন ততক্ষণে ভারত খেলে ফেলেছে ৪টা ম্যাচ৷ টিম কম্বিনেশনের কারণে শার্দুল ঠাকুর দলে থাকলেও সুযোগ হচ্ছিল না শামির৷ এরপর হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলে শামির৷
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত শামির ম্যাচ সংখ্যা ৬৷ এই ছয় ম্যাচের ৩টিতে নিয়েছেন পাঁচ উইকেট৷ পাঁচ ম্যাচ শেষে শামির উইকেট ছিল ১৬টি৷ তখন ২২ উইকেট নিয়ে টেবিল টপার অজি লেগি অ্যাডাম জাম্পা৷
একাংশ যখন আপসোস করেছিল আর দুইটা ম্যাচ সুযোগ পেলে শামি হতো সর্বোচ্চ উইকেট শিকারি৷ তখন এ বোলার ঝুলিতে যোগ করলেন এক ম্যাচে ৭ উইকেট ৷ সবমিলিয়ে উইকেট সংখ্যা এখন ২৩৷ যা সর্বোচ্চ৷ চলতি আসরে শামি রান খরচ করেছেন মোটে ২১০৷
-নট আউট/এমআরএস