03/14/2025 হেনরির বদলে বাংলাদেশে আসছেন ওয়েগনার
নট আউট ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ১০:০২
নট আউট ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট খেলতে ২১ তারিখ বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের দল আগেই ঘোষণা করেছিল সফরকারীরা। তবে ইনজুরির কারণে দলে এসেছে পরিবর্তন। ম্যাট হেনরির জায়গায় বাংলাদেশ আসবে নেইল ওয়েগনার।
ওয়েগনারকে নিয়ে দলটির প্রধান নির্বাচক বলেন, 'এটা দারুণ ব্যাপার নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া বাংলাদেশ সফরে। রেকর্ডই তার হয়ে কথা বলবে এবং আমরা সবাই জানি যে সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে সাবকন্টিনেন্টে অনেক ম্যাচ খেলেছে এবং আমি জানি সে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।'
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টেস্টে ফিরছেন কেন উইলিয়ামসন। যদিও বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন টিম সাউদি।
নিউজিল্যান্ড স্কোয়াড– টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।
-নট আউট/এমআরএস