03/12/2025 ইঙ্গলিসের বিধ্বংসী সেঞ্চুরি বৃথা করে জিতল ভারত
নট আউট ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩ ২৩:০৮
নট আউট ডেস্কঃ গত রোববার ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। সেই রেশ কাটতে না কাটতে ফের মাঠে নেমেছে এই দুই দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে দু'দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের ভারত ও অস্ট্রেলিয়া দু'দল প্রায় অধিকাংশ ক্রিকেটারদের দিয়েছে বিশ্রাম।
এদিন আগে ব্যাট করে জশ ইঙ্গলিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ইঙ্গলিস থামেন ১১০ রানে। জবাবে শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরপর ইশান কিষান ও কাপ্তান সূর্যকুমার ধরেন দলের হাল। দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। রান উৎসবের এই ম্যাচে শেষ বলে গিয়ে শেষ হাসিটা হেসেছে ভারতই। ২ উইকেটের এই জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।