03/14/2025 যে কারণে শেষ বলের ছক্কা রিঙ্কুর স্কোরে যোগ হয়নি
নট আউট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩ ১০:৫৪
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ভারত। ২০৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে রোমাঞ্চের জন্ম দিয়েছিল ভারতীয়রা। ইনিংসের শেষ বলে জয় পায় দলটি। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছিল রিঙ্কু সিং।
ইনিংসের শেষ প্রয়োজন ছিল এক রান। ছয় মারলেও এই রান ব্যক্তিগত খাতায় যোগ হয়নির রিঙ্কুর। কিন্তু কেন?
ম্যাচ শেষে জানা যায় অস্ট্রেলিয়ান পেসার শট অ্যাবটের করা শেষ বলটি নো বল ছিল। প্রথমে সন্দেহ হলে পরে রিভিউ দেখে আম্পায়ার সিদ্ধান্ত জানালেন। যে কারণে নো বলের রানটি আগে কাউন্ট হয়ে যাওয়ায় ম্যাচটি তখনই জিতে যায় ভারত। ফলে রিঙ্কুর ম্যাচজয়ী ছক্কাটিই অবশেষে বিফলে গেলো।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিকরা।
-নট আউট/এমআরএস