03/14/2025 আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টোকস
নট আউট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩ ১১:০১
নট আউট ডেস্কঃ চোট নিয়েই সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছিলেন বেন স্টোকস। পুরোদম্বর অলরাউন্ডার হয়ে খেলতে পারেননি হাঁটুর চোটের কারণে। তবে সেটি নিয়ে খুব বড় আক্ষেপ ছিল না চেন্নাই সুপার কিংসে। আশা করেছিল আগামী আসরে তিনি ফিট হয়ে খেলবেন।
বর্তমান অবস্থায় চেন্নাইয়ের সেই আশা পূরণ হচ্ছে না। কেননা আইপিএলের আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। মূলত চোট থেকে ফিরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই কর্তৃপক্ষ।
বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি দলটি বলেছে, ‘ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হন।’
-নট আউট/এমআরএস