03/14/2025 আমরা কথায় জিততে চাই, বিশ্বকাপ ভরাডুবি নিয়ে আকরাম খান
নট আউট ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩ ২০:২১
নট আউট ডেস্ক: বিশ্বকাপ যাত্রায় দলগুলো দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে৷ তবে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশের দৃশ্যপট ছিল ভিন্ন৷ সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইস্যুতে দেশ হয়েছিল বিভক্ত৷ সকলে জিততে চেয়েছিল কথার লড়াইয়ে৷
বিশ্বকাপ ভরাডুবির কারণ হিসেবে এগুলো উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান৷
আকরাম খান বলেন,, 'আমরা সত্যি কথা বলতে কী... অনেকে কথায় জিততে চায়। এজন্য দেশের পারফরমান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল। কারণ এই দেশ কারো ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায়, তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সব সময় আমি দেখেছি যখন একটা মেজর টুর্নামেন্ট হয়, তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এজন্য সবাই চাপে পড়ে যায়।'
সাবেক ক্রিকেটার আকরাম আরও মনে করেন, বিশ্বকাপের আগে থেকেই যে অদল-বদলের যে ধারা চলছিল, সেটাই পরে বিপাকে ফেলেছে দলকে, 'অনেক আশা ছিল আমাদের। একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, তো ওই দল কোনোদিন ভালো করতে পারবে না। এটা আমি এশিয়া কাপেও বলেছিলাম। বিশ্বকাপের আগে এটা একটা ভালো টুর্নামেন্ট, যারা অংশ নেবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত পরীক্ষা-নিরীক্ষা করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে।
-নট আউট/এমআরএস