03/13/2025 লাঞ্চের আগেই কিউই ওপেনারদের ফেরাল বাংলাদেশ
নট আউট ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩ ১১:৪৩
নট আউট ডেস্কঃ সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। আগের দিনের ৩১০ রানের সঙ্গে এদিন কোন রান যোগ না করেই শরিফুলের উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান আসে ওপেনার মাহমুদুল জয়ের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক করেন ৩৭ রান করে। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৯ রান। নিউজিল্যান্ডের পক্ষে একাই চার উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। কাইল জেমিসন ও অ্যাজাজ প্যাটেল নেন ২ উইকেট করে।
৩১০ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়েছে কিউইরা। দলীয় পঞ্চাশ পার করার আগেই টম ল্যাথাম (২১) ও ডেভন কনওয়ের (১২) উইকেট হারায় তারা। সফরকারীদের আরেকটু চাপে ফেলা যেত, যদি না কেন উইলিয়ামসনের সহজ ক্যাচটা স্লিপে না ফেলত বাংলাদেশ।
তৃতীয় উইকেট জুটিতে কিউইদের হাল ধরেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। এই দু'জনের দৃঢ়তায় লাঞ্চের আগে আর কোন উইকেট হারায়নি কিউইরা। লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৮ রান। পিছিয়ে এখনও ২৩২ রানে। কেন উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস অপরাজিত আছেন ১১ রানে।
-নট আউট/টিএ