03/13/2025 মিরাজের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ‘৩০০’
নট আউট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩ ১১:৫০
নট আউট ডেস্কঃ বড় লিডের স্বপ্ন নিয়ে চর্তুথ দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে হারিয়েছে ৪ উইকেট। ২১২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ লাঞ্চের আগেই তুলেছে ৩০৮ রান। আগের দিন সেঞ্চুরি হাঁকানো শান্ত ফিরেছেন দিনের শুরুতেই, ফিফটি তুলে ফিরেছেন মুশফিকুর রহিমও।
৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় অধিনায়ক নাজমুল শান্তর উইকেট। আগের দিনের ১০৪ রানের সঙ্গে এদিন মাত্র ১ রান যোগ করেই টিম সাউদির শিকার হয়ে ফিরেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও অভিষিক্ত শাহাদাত দিপু। শুরুটা দারুণ করলেও ইনিংসটা লম্বা হয়নি তার। ৪ চারে ১৯ রানে ফিরেন দিপু।
একপ্রান্ত আগলে হাফ তুলে নেন মুশফিক। তাকে সঙ্গ দেন মেহেদী মিরাজ। হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি মুশফিকের ইনিংস। ৭ চারে ফিরেন ব্যক্তিগত ৬৭ রান করে। এরপর লাঞ্চের আগেই ফিরে যান নুরুল হাসান সোহান। বাকি সময়টায় নাঈম হাসানকে নিয়ে দলকে আর কোন বিপদে পড়তে দেয়নি মেহেদী মিরাজ।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রান নিয়ে, ৩০১ রানের লিডে লাঞ্চে যায় বাংলাদেশ। ৩ চারে ৩২ রানে অপরাজিত আছেন মিরাজ। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাজাজ প্যাটেল নেন ২ উইকেট।
-নট আউট/টিএ