03/14/2025 সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৩
নট আউট ডেস্কঃ সিলেট টেস্টে চর্তুথ দিনের জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৩৩২ টার্গেটে ব্যাট করতে নেমে রীতিমতো ধুকছে কিউইরা। টাইগার স্পিনারদের তোপে চর্তুথ দিনেই ৭ উইকেট হারিয়েছে কিউইরা। তুলেছে ১১৩ রান। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, নিউজিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান।
৩ উইকেটে ৩৭ রান নিয়ে চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে কিউইরা হারায় ডেভন কনওয়ের উইকেট। ৩ চারে ২২ রান করা এই ওপেনার ফিরেন তাইজুলের শিকার হয়ে। এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও টম ব্ল্যান্ডেল। কিন্তু এই জুটিও বড় করতে দেননি তাইজুল। ব্ল্যান্ডেলকে ফিরিয়ে ভাঙেন জুটি।
দিনের শেষ বিকেলে এসে আরও দুই উইকেট হারায় কিউইরা। তাতেই সিলেট টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। দিন শেষ করার আগে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে কিউইরা। ৫ চারে ৪৪ রান করে লড়াই চালিয়ে যাচ্ছেন ড্যারিল মিচেল, তাকে সঙ্গ দিচ্ছেন ৭ রান করা ইশ সোধি।
পঞ্চম দিনে জিততে হলে কিউইদের আরও করতে হবে ২১৯ রান। অন্য দিকে জয়ের সুবাস পেতে শুরু করা বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে একাই ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
-নট আউট/টিএ