03/12/2025 এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল অজিরা
নট আউট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩ ২৩:০৪
নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজে টিকে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা আর হয়নি দলটির। ভারতের কাছে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ম্যাথু ওয়েডের দল। সিরিজ নির্ধারনী চর্তুথ ম্যাচে ভারতের জয়টা এসেছে ২০ রানে।
রায়পুরে এদিন আগে ব্যাট করে রিংকু, জসওয়ালদের ব্যাটে চড়ে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে অক্ষর প্যাটেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি অজি ব্যাটাররা। সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে, ২০ রানের জয় পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে ইতিমধ্যে নিশ্চিত করল স্বাগতিকরা।