03/14/2025 পিচকে দুষছেন দ্রাবিড়-রোহিত
নট আউট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭
নট আউট ডেস্কঃ পিচ থেকে সুবিধা পায়নি বলেই ফাইনাল জেতা হয়নি ভারতের, এমন কথা বোর্ডকে জানিয়েছে ভারতীয় অধিনায়ক ও কোচ। ফাইনাল হারের কারণ জানতে চাইলে এমনটি জানিয়েছে দুজন।
রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার ধারণা ছিল উইকেট আরও বেশি স্পিন সহায়ক হবে এবং স্পিনাররা এর থেকে অনেক বেশি সুবিধা পাবে। তবে সেটা হয়নি। উল্টো অস্ট্রেলিয়ার বোলাররাই সুবিধা পেয়েছেন বেশি। এরপর ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড একাই ভারতের বোলিং আক্রমণ প্রতিহত করে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জিততে সহায়তা করেন।
পিচ নিয়ে ভারতীয়রা অভিযোগ করলেও এই পিচেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ফলে কোচ ও অধিনায়কের এমন মন্তব্যকে কেউ কেউ ভিত্তিহীন বলছে।
বৃহস্পতিবার ভারতের আসন্ন সাউথ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জয় শাহ, রাজীব শুক্লাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দ্রাবিড় ও রোহিত।
-নট আউট/এমআরএস