03/13/2025 ‘রাবিশ’ ও ‘বুলশিট’, নাসুমকে চড় মারা প্রসঙ্গে হাথুরুসিংহে
নট আউট ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩ ১৮:০৬
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতা শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ ক্রিকেট দল। এই দলের সাথে নিয়মিত লেগেই থাকে ঝামেলা। এই যেমন নাসুমকে চড় মেরেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে,এমন সংবাদ প্রকাশ পাওয়ার পর উত্তাল ক্রিকেট পাড়া।
গেল কয়েকদিনে নাসুম ও হাথুরু ইস্যুতে হয়েছে নানামুখী আলোচনা। অনেকেই বলেছেন অনেক কিছু। তবে এতদিন এ নিয়ে মুখ খুলেননি হেড কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নাসুম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে প্রায় হারিয়েছেন মেজাজ। ব্যবহার করেছেন ‘রাবিশ’ ও ‘বুলশিট’-এর মতো শব্দ।
আজ সংবাদ সম্মেলনে 'নাসুমকে চড় মারা' প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই জ্বলে ওঠে হাথুরু বলেন, 'যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।'
-নট আউট/এমআরএস