03/14/2025 আন্তর্জাতিক ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন ডি কক
নট আউট ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৩ ১৮:১৮
নট আউট ডেস্কঃ নিজের দিনে প্রতিপক্ষকে একাই হারিয়ে দিতে পারে এমন ক্রিকেটারদের একজন কুইন্টন ডি কক। বয়স সবেমাত্র ৩০। ইতমধ্যে বিদায় বলেছেন আন্তর্জাতিক ওয়ানডেকে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। এছাড়াও বছর দুয়েক আগে বিদায় বলেছিলেন টেস্ট সংস্করণকে।
ওয়ানডের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন ডি কক। তবে ম্যানেজম্যান্টের অনুরোধে রাজি হয়েছেন টি-টোয়েন্টি খেলতে। তবে তিনি প্রাধান্য দিবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।
ডি কককে নিয়ে আফ্রিকার সাদা বলের হেড কোচ বলেন, ‘বিশ্বকাপের পর অবসর নেওয়ার বিষয়ে যখন আমরা কুইনির সঙ্গে কথা বলেছিলাম, তখন তার মূল পরিকল্পনা ছিল সব ফরম্যাট থেকে অবসর নেওয়া। তারপর আমি তাকে এমনটা করতে নিষেধ করলাম। সে বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছিল, যা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দলে রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ডি কক ছিলেন দারুণ ধারাবাহিক। ১০ ম্যাচে চারটি সেঞ্চুরিসহ তিনি ৫৯৪ রান করেছিলেন। যা টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ।
-নট আউট/এমআরএস