03/13/2025 তৃতীয় দিনের খেলা শেষ, ২ উইকেট হারিয়েও ৩০ রানে এগিয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯
নট আউট ডেস্ক: তৃতীয় দিনে খেলতে নেমেই আক্রমণাত্মক নিউজিল্যান্ড৷ অলআউট হওয়ার আগে নিলো ৮ রানের লিড৷ সফরকারীদের শেষ পর্যন্ত অলআউট করার স্বস্তি পুরো বাংলাদেশের চোখে মুখে৷ তবে স্থায়ী মাত্র কয়েক মিনিট৷
মিরপুর পিচে মেরে খেলতে হবে৷ ম্যাচ জেতার মন্ত্র এখন একটাই৷ আর এখানেই হোঁচট খেল বাংলাদেশ৷ ৮ ওভারে ৩৮ রান জমা হয়েছে স্কোরবোর্ডে; একই সাথে ২টা উইকেট বাতিলের খাতায়৷ অর্থাৎ আউট হয়েছেন দুই ব্যাটার৷
আলোক স্বল্পতায় খেলা বন্ধ৷ হালকা বৃষ্টি পড়তেছে ঢাকার বেশ কিছু জায়গায়৷ তৃতীয় দিনের বাকি অংশের খেলা হচ্ছেনা আর ৷ তবে চতুর্থ ও পঞ্চম দিন খেলা হওয়ার সম্ভবনা রয়েছে৷ সবমিলে ৯০ ওভার খেলা হলেও ম্যাচের ফলাফল আসবে শতভাগ৷ আর এখানেই বাড়তি সুবিধা পেতে পারে নিউজিল্যান্ড৷
আগামীকাল বৃষ্টি হলেও শেষ দিনে বৃষ্টির পূর্বাভাস নেই৷ বাংলাদেশ যদি লক্ষ্য মাত্রা ১৫০ পার করতে না পারে তাহলে কপালে দুঃখও থাকতে পারে৷ এমন হলো পঞ্চদিনে খেলা বাকি ৩০ ওভার৷ ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৫০ রান৷ তাহলে জয়ের পাল্লাটা তাদের দিকেই ভারি হচ্ছে৷
বাংলাদেশের চাওয়া এখন একটাই৷ টার্গেট ১৫০ হোক বা ১৬০৷ প্রতিপক্ষকে যেন ৫০টা ওভার অন্তত খেলানো যায়৷ ৩০০ বলে অতি আক্রমণাত্মক খেলাও বিপদ, আবার না খেলাও বিপদ৷ মিরপুর পিচ বলে কথা!
-নট আউট/এমআরএস