03/12/2025 তাইজুল-মিরাজে স্বপ্ন দেখছে বাংলাদেশ
নট আউট ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩ ১৪:২৩
নট আউট ডেস্কঃ অল্প রানের পুঁজি নিয়েও ঢাকা টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। লাঞ্চের পর ব্যাট করতে নেমে, চা বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট খুইয়ে বসেছে কিউইরা। মিরাজ-তাইজুলদের স্পিন ভেল্কীতে শেষ সেশনে নাটকীয় কিছুরই আভাস দিচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য কিউইদের যেখানে প্রয়োজন আর মাত্র ৪৭ রান, সেখানে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট।
৪ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে কিউই শিবিরে। পেসার শরিফুল ইসলাম ফেরান কিউই ওপেনার ডেভন কনওয়েকে। এরপর তার দেখানো পথ অনুসরণ করেন তাইজুল-মিরাজরা। এক পর্যায়ে বোর্ডে পঞ্চাশ তুলতেই সফরকারীরা হারায় ৫ উইকেট। তাতেই জমে উঠে ঢাকা টেস্ট।
৩ চারে কিউই ওপেনার টম ল্যাথাম ফিরেন ২৬ রান করে। কেন উইলিয়ামসন, হেনরি নিকোলসরা ধরতে পারেননি দলের হাল। ষষ্ঠ উইকেট জুটিতে কিউইদের লড়াইয়ে রাখার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। কিন্তু চা বিরতির আগে আগে ১৯ রান করা মিচেলকে ফেরান মিরাজ। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে চা বিরতিতে যান গ্লেন ফিলিপস।
চা বিরতির আগে ৬ উইকেট হারিয়ে কিউইরা তুলেছে ৯০ রান। জয়ের জন্য তাই সফরকারীদের প্রয়োজন মাত্র ৪৭ রান। অন্যদিকে ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের। স্বাগতিকদের পক্ষে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, তাইজুল ইসলামের শিকার ২ উইকেট।
-নট আউট/টিএ