03/15/2025 ছিটকে গেলেন আবরার, বদলি সাজিদ
নট আউট ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টেস্ট থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন স্পিনার আবরার আহমেদ। আবরারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাজিদ খান।
সিরিজ শুরুর আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাকিস্তানি এই তরুণ স্পিনার।দ্রুতই তার এমআরআই করানো হয়। সোমবার আবারও তার পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।
প্রথম টেস্টে আবরারের বিকল্প ক্রিকেটার হিসেবে অফ স্পিনার সাজিদ খানের নাম প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। টিম ম্যানেজমেন্টের সবুজ সঙ্কেত পাওয়ার পর তাকে দলে নেয়া হয়েছে। যদিও ভ্রমণ জটিলতার কারণে এখনও অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেননি সাজিদ।
-নট আউট/এমআরএস