03/13/2025 অধিনায়কত্ব খোয়ালেন রোহিত, মুম্বাইয়ের নেতা পান্ডিয়া
নট আউট ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ১০:৪৫
নট আউট ডেস্কঃ গত এক দশক ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। যুক্তিতর্কে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়কও হিট ম্যান। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক হিসেবে রোহিত মুম্বাইকে জিতিয়েছেন পাঁচ আইপিএল শিরোপা। আইপিএলের সেরা অধিনায়ক রোহিতকে এবার থামতেই হচ্ছে। ২০২৪ আইপিএলে রোহিত শর্মা নয়, মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
গুজরাট টাইটান্স থেকে গত মাসেই পুরনো ঘর মুম্বাইয়ে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। এর আগে গত দুই আসরেই হার্দিকের নেতৃত্বে অভাবনীয় সাফল্য পেয়েছিল গুজরাট। যেখানে হার্দিকের নেতৃত্বে গত আসরে রানারআপ হয়েছিল গুজরাট, এর আগের আসরে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বভারটা উঠছে তার কাঁধে।
উল্লেখ্য, অধিনায়কত্ব ছাড়লেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেই আইপিএল মাতাবেন রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে মুম্বাই এখন পর্যন্ত খেলেছে ১৬৩ ম্যাচ। যার মধ্যে ৯১ ম্যাচেই জয় নিয়ে ফিরেছে মুম্বাই। এছাড়া ৬৮ ম্যাচ হার ও ৪টি ম্যাচ হয়েছে টাই। রোহিত শর্মার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ আইপিএলের ফাইনাল খেলে মুম্বাই।
-নট আউট/টিএ