03/14/2025 ইয়াংয়ের সেঞ্চুরিতে রান পাহাডে নিউজিল্যান্ড
নট আউট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:২২
নট আউট ডেস্কঃ বৃষ্টির কারণে এমনিতেই নির্ধারিত সময়ের খেলা দেরিতে শুরু হয়েছে। সেই বৃষ্টি ভুগিয়েছে নিউজিল্যান্ড ইনিংস জুড়েই। ডানেডিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শরিফুলের বলে শুরুতে কিউইদের জোড়া ধাক্কা দেয় বাংলাদেশ। এরপর উইল ইয়ং ও টম ল্যাথাম কিউইদের ধরেন হাল। কিন্তু ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ২ উইকেটে ১০৮ রান, তখনই ফের হানা দেয় বৃষ্টি। এরপর ঘণ্টা খানেক খেলা বন্ধের পর ম্যাচে নেমে আসে ৩০ ওভারে। বাকি সময়টায় রীতিমতো ঝড় তোলে কিউইরা। টম ল্যাথাম সেঞ্চুরি মিস করলেও, সেঞ্চুরি তুলে নেন ইয়াং। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড।