03/14/2025 বাংলাদেশ সিরিজ শেষ জেমিসনের
নট আউট ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩৮
নট আউট ডেস্কঃ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়লেন কাইল জেমিসন। টেস্ট সিরিজ শেষে বাঁ পায়ে ব্যথা অনুভব করেছিলেন কিউই পেসার। ঝুঁকি না নিতেই প্রথম ওয়ানডে ছিলেন না একাদশে।
জেমিসনের ইনজুরি শঙ্কায় দলে ডাক পেয়েছিলেন বেন সিয়ার্স। এবার সিয়ার্সকে বাকি দুই ম্যাচের জন্য দলের সাথে যুক্ত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান কোচ গ্যারি স্টেড।
গ্যারি স্টেড বলেন, ‘আমাদের সামনে অনেক ক্রিকেট। কাইলকে নিয়ে তাই অপ্রয়োজনীয় কোন ঝুঁকি নিতে চাই না। চলতি ওয়ানডে সিরিজে নতুন খেলোয়াড়দের দেখে নিতে চাই বেশি করে। বেন সিয়ার্স সেই ক্যাটাগরিতে ফিট করে।'
২৫ বছর বয়সী সিয়ার্সের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দলের ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে অবশ্য এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তরুণ এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৩৩.৭৭ গড় এবং ৫.৬২ ইকনোমিতে নিয়েছেন ৩৬ উইকেট।
-নট আউট/এমআরএস