03/14/2025 হারানো রাজত্ব ফিরে পেলেন বাবর আজম
মশিউর রহমান শাওন
২০ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৭
নট আউট ডেস্কঃ আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাবরের ব্যর্থতা আর শুভমান গিলের সফলতায় ছিটকে পড়েছিলেন বাবর।
বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদকৃত তথ্যে দেখা যায় এমনটি। বর্তমানে বাবর আজমের বেরিং ৮২৪, অপরদিকে শুভমান গিলের ৮১০ রেটিং পয়েন্ট। বিরাট কোহলি আছেন তৃতীয় পজিশনে।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সবশেষ পার্থ টেস্ট শেষে দারুণ পারফরম্যান্সে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন উসমান খাজা। সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার নয় ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে। মিচেল মার্শ ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৮তম স্থানে।
-নট আউট/এমআরএস