03/14/2025 শান্তকে দীর্ঘমেয়াদী অধিনায়ক করার পক্ষে হাথুরুসিংহে
নট আউট ডেস্ক
১ জানুয়ারী ২০২৪ ১০:৩৫
নট আউট ডেস্কঃ বিসিবির ভাষ্যতে পূর্ণ নেতৃত্ব পেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। এই সিরিজের টেস্ট, ওয়ানডে ও সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে এই দলের বিপক্ষে এমন সাফল্য পায়নি বাংলাদেশের কোন অধিনায়ক। ইতিহাস গড়ার যে প্রত্যয়ের কথা নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তা পূরণ করেছেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের ডেপুটি ছিলেন শান্ত। শেষ ম্যাচে সাকিবের ইনজুরিতে দলকে দিয়েছেন নেতৃত্ব। শান্তকে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে একমত ছিলেন দেশের ক্রিকেট পাড়ার অনেকেই। এবার সেই সুরে সুর মিলালেন স্বয়ং চন্ডিকা হাথুরুসিংহে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেন, 'আমার মনে হয় তারা বেশ ভালোভাবেই চিন্তা করবে (শান্তকে দীর্ঘমেয়াদী অধিনায়ক করার)। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে সিরিয়াসলি নেওয়ার।'
হাথুরুসিংহে আরও বলেন, 'যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে তারা যথেষ্ট ভালো প্লেয়ার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মনে হয় এজন্য তাদের মনে কোনো ভয় ছিল না।'
-নট আউট/এমআরএস