03/15/2025 শেষ অবলম্বন ফিরে পাওয়ার আকুল আবেদন......
নট আউট ডেস্ক
২ জানুয়ারী ২০২৪ ১১:১৭
নট আউট ডেস্কঃ আর মাত্র একটা টেস্ট! এই টেস্ট দিয়ে সাদা পোষাক আর ব্যাগি গ্রিন তুলে রাখবেন ডেভিড ওয়ার্নার। তবে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হতাশায় ডুবেছেন এই ওপেনার। কেননা তার প্রিয় ও স্বপ্নে ব্যাগি গ্রিন ক্যাপ চুরি হয়েছে। যা ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিডনিতে। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার সময় লাগেজ থেকে এটি চুরি হয়। চুরি হওয়ার খবর নিজেই জানিয়েছেন ওয়ার্নার।
ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নার আরও বলেছেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
-নট আউট/এমআরএস