03/13/2025 পাকিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন উইলিয়ামসন
নট আউট ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৪ ১১:৫২
নট আউট ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে এমনিতেই বিশ্রামে থাকার কথা ছিল কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। যদিও এরপর চর্তুথ ও পঞ্চম ম্যাচে দলে ফেরার কথা ছিল তার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে চোট পেয়ে এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন কেন উইলিয়ামসন।
হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠার আগে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুুরিতে পড়েছেন কিউই অধিনায়ক। তাতেই সিরিজের বাকি ম্যাচ গুলো উইলিয়ামসনকে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, জানিয়েছেন দলটির হেড কোচ গ্যারি স্টিভ। পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেও প্রোটিয়া সিরিজের আগেই সেরে উঠবেন কেন, প্রত্যাশা কিউই কোচের।
উইলিয়ামসনের প্রসঙ্গে স্টিড বলেছেন, ‘আমাদের সামনেই টেস্ট ম্যাচ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগেই আমরা চেষ্টা করবো তাকে (উইলিয়ামসন) দলে ফেরাতে।’
উল্লেখ্য, উইলিয়ামসন ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে উইলিয়ামসনের পরিবর্তে দলে ফিরতে পারেন টিম সেইফার্ট। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা কিউইরা, ডানেডিনে জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিবে।
-নট আউট/টিএ